May 27, 2011

Pen Drive থেকে অপারেটিং সিস্টেম সেটআপ দিন


আমরা অনেকে Pen Drive থেকে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে গিয়ে ব্যার্থ হই, কারোন Pen Drive Bootable করা থাকে না। কিন্তু আমাদের মাঝে মধ্যে এমন PC তে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হয় যাতে CD Rom থাকে না অথবা CD Rom
এ সমস্যা থাকে। বিশেষ করে আমরা যারা নোটবুক ব্যবহার করি তাদের ক্ষেত্রে pen drive থেকে অপারেটিং সিস্টেম সেটআপ দেয়া জোরুরি হয়ে পড়ে। এক্ষেত্রে যা য়া লাগবে তাহলো

* A USB Drive (4 GB or more)
* Windows Vista, Server 2008 or 7 ISO image or DVD
* Host OS: Windows Vista (SP1 or SP2), Server 2008 or 7.

এবং যা করতে হবে তাহলো নিচের Link থেকে A Bootable USB নামের Software টি Download করতে হবে। এরপর Software টি Run করিয়ে pen drive Format দিয়ে Check USB Button এ Click করতে হবে। এখন PC Restart করে নিয়ম অনুযায় Windows Vista, Server 2008 অথবা 7 ISO image অথবা DVD সেটআপ দিন।
(বিঃদ্রঃ Software টি সুধু মাত্র Windows Vista, Server 2008 অথবা 7 ISO image অথবা DVD সেটআপ করা আছে এমন PC তে Run হবে)

Download

No comments:

Post a Comment