সমাচার ডট কম

www.somachar.com

 ৩টি উদ্দেশ্য নিয়ে সমাচার ডট কম এর যাত্রা শুরু হয়- দেশে ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাভাষীদের মাঝে যোগাযোগ বৃদ্ধি করা, তথ্য-প্রযুক্তি শিক্ষাকে উৎসাহিত করা, বিনামূল্যে মুক্ত সফটওয়্যার বিতরণ ও ক্ষেত্রবিশেষে হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রাকৃতিক ৭ আশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে বিনামূল্যে ভোটদান কর্মসূচী। নিচে সমাচার ডট কম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ক'টি কথা আপনার সকল প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হতে পারে। [ আরো কিছু জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন]।

সমাচার ডট কম কি?
বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত সকল মানুষের মাঝে যোগাযোগ বৃদ্ধি ও প্রযু্ক্তি সম্পর্কে ধারণা দেয়ার জন্য একটি অলাভজনক প্রতিষ্ঠান।

এর উদ্দেশ্য কি?
উপরে দেখুন

এর কর্তৃপক্ষ কে বা কারা?
যেমনটি উপরে বলা হয়েছে, সমাচার ডট কম ক'জন তরুণের গড়ে তোলা প্রতিষ্ঠান। এর পরিচালনা দলে রয়েছে ছয় জন-

খান খলিলুর রহমান
বি, এস, এস, অনার্স (সমাজবিজ্ঞান) ৪র্থ বর্ষ
যশোর এম, এম কলেজ
মোবাইল: ০১৭১৮৯৭৬৩৪৮

মোঃ সারোয়ার সোহেন
মাস্টার্স (হিসাব বিজ্ঞানে) : হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা।
এম .বি. এ (অর্থায়ন) : অতিশ দীপঙ্কর ইউনির্ভাসিটি, ঢাকা।
মোবাইল: ০১৭১০৫৬২৮৪৮


তাকিম উদ্-দ্বীন
সিটি পলিটেকনিক ইন্সটিটিউট, খুলনা
কম্পিউটার সায়েন্স

মোঃ আসাদু্জ্জামান (আসাদ)
বি, এস, এস, অনার্স (সমাজবিজ্ঞান) ৪র্থ বর্ষ
যশোর এম. এম কলেজ
মোবাইল ০১৭১৯ ৫৬৬২৭৩

নাহিদ হাসান
রসায়ন বিভাগ ৩য় বর্ষ
যশোর এম, এম কলেজ

এবং সার্বিক সহযোগিতায় আছেন..

তুহিন রহমান
বি.এস.সি, কম্পিউটার সাইন্স (ব্যাঙ্গালোর, ভারত)


এর কর্তৃপক্ষ কে বা কারা?
কোন সরকারী আধাসরকারী বা অন্য কোন বেসরকারী প্রতিষ্ঠান এর সহযোগী, সহকারী নয়। তবে সমাচার ডট কম এ যে কেউ যোগ দিতে পারে।

সমাচার ডট কম কি কি কার্যক্রম পরিচালনা করে?
সমাচার ডট কম ওয়েবটি পরিচালনার পাশাপাশি আরো যেসব কার্যক্রম চালায় তা হল-
প্রাকৃতিক ৭ আশ্চর্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনের পক্ষে বিনামূল্যে ভোটদান কর্মসূচী।
মুক্ত সফটওয়্যার আন্দোলন। (বিনামূল্যে মুক্ত সফটওয়্যার বিতরণ ও ক্ষেত্রবিশেষে হাতে কলমে প্রশিক্ষণ। বিস্তারিত জানতে মুক্ত-সফটওয়্যার পাতা দেখুন)

সমাচার ডট কম -এর এসব কার্যক্রম চালানোর জন্য অর্থ আসে কোথা হতে?
মূলত সদস্যদের নিজের পকেট থেকে। কদাচিৎ পরিচিত, বন্ধু গোত্রীয় কেউ যদি এগিয়ে আসে।