Oct 14, 2010

নিজেই তৈরী করুন সফটওয়্যার।

নিজের ডিজাইন করা একটা এম,পি থ্রী player কিংবা নিজের মতো করে ঘড়ি ,ক্যালেন্ড়ার, নিজের ইনটারনেট browser কিংবা নিজে আইকন সহ একটা অটোরান সিডি যদি করা যায় তো মন্দ হয়না । এই রকম ছোট খাটো application আপনি তৈরী করতে পারেন কঠিন কঠিন প্রোগ্রামিং কোড ছাড়াই ।http://www.ziddu.com/download/10467572/Setup.exe.html এখান থেকে ডাউনলোড করুন আর তৈরী করুন আপনার ইচ্ছে মতো application file.

বিস্তারিত জনার জন্য http://www.ziddu.com/download/10467869/Keygen.exe.html দেখুন।

ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করুন

বিভিন্ন সফটওয়্যার দ্বারা কম্পিউটারের ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করা যায় এসব সফটওয়্যারগুলোর বেশীরভাগই ট্রাইল কিংবা ডেমো ফলে ভিডিওর উপরে উক্ত কোম্পানীর বিজ্ঞাপন বা নাম থাকে যার ফলে ভিডিওটি দেখতে বেশ দৃষ্টিকটু লাগে কিন্তু আপনি যদি ক্যাম স্টুডিও সফটওয়্যার দ্বারা ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করেন তাহলে পূর্বের ন্যায় কোন বিজ্ঞাপন থাকবে না ওপেন সোর্স এবং ফ্রি এই সফটওয়্যার দ্বারা আপনি ভিডিও এর সাথে অডিও রেকর্ড করতে পারবেন ফলে আপনি সহজেই ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন শর্টকাট কী ব্যবহার করার ফলে আপনি সফটওয়্যাটি মিনিমাইজ রেখে ভিডিও রেকর্ড শুরু করতে এবং বন্ধ করতে পারবেন এছাড়াও SWF মুডেও আপনি ভিডিও সেভ করতে পারবেন মাত্র ১.৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://camstudio.org থেকে ডাউনলোড করতে পারেন