Nov 4, 2010

এক্সপি জন্য একটি চমৎকার Visual Theme

কে না চায় যে তার কম্পিউটারটা থাকুক সব চাইতে সুন্দর। আমি মনে করি অনেকেই চায় যে তার কম্পিউটারটা থাকুক সবার চাইতে আলাদা। এ জন্য হয়ত অনেক কিছুই ব্যাবহার করেছেন। থিম, সাউন্ড, কালার ইত্যাদি ইত্যাদি। যত কিছু করিনা কেন তার পরেও আরও অনেক কিছু করতে মন চায়(আমার মত)। আমি চাই আমার কম্পিউটারের সব কিছু থাকবে অন্য রকম। যাতে কেউ একজন দেখা মাত্র বলে এইটা আবার কি? এখন সেই রকম কিছুর খোঁজ আপনাদেরকে দেব। যা পুরো কম্পিউটারের চেহারাটাই বদলে দেবে। আর এই কাজটি আমরা করবো একটি থিম Theme দিয়ে। সফটওয়্যারটির নাম হল Xbox XtremeXP। এটি শুধু মাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম এক্সপি তে কাজ করবে। ফাইল সাইজ 1.2 MB। ১০০% ফ্রীওয়্যার। ডাউনলোড করবেন এই লিংক থেকে।

Disable করে দিন Windows Media Player এর File history

Windows Media Player টা যেহেতু উইন্ডোজের সাথে বাই-ডিফল্ট থাকে। স্বভাবতই তাই মানুষ এটা বেশি ব্যবহার করে। এর একটা ছোঠ সুবিধা/অসুবিধা আছে। তা হল আপনি কোন মিডিয়া ফাইল এতে প্লে করলে তার হিস্টোরী থেকে যায়। এর ফলে অনেক সময় ইউজারের গোপনীয়তা লংঘিত হয়। আপনি চাইলে খুব সহজেই এটা বন্ধ কররতে পারেন। প্রথমে Windows Media Player চালু করুন। তারপর Tools -> Options -> Privacy -> History -> Clear History তে ক্লিক করুন। এবার Apply -> Ok ক্লিক করুন। এবং Save File and URL history in the player এর বাঁ দিকের টিক মার্ক তুলে দিয়ে Apply -> Ok ক্লিক করুন। File history সম্পূর্ন Disable হয়ে যাবে।

নামাজের সময় বলবে হাতের মোবাইল

মোবাইলে নামাজের সময় জানান দেবে এমন একটা আজানের সফট খুঁজছিলাম অনেক দিন ধরে, অনেক খোঁজার পর অবশেষে পেলাম মনের মতো একটা। খুবই কাজের তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সাথে ডিজিটাল তসবিহ নামের একটা সফট এর লিংক দিলাম।

নিয়মাবলী:
১. ইনষ্টল,
২. সিলেক্ট সিটি> এশিয়া> বাংলাদেশ> চট্টগ্রাম. এরপর ওকে করুন।
৩. ক্যালকুলেশন মেথড> কাষ্টম> চট্টগ্রাম হলে লিখুন
ফজর: ৫৫> জোহর: ৯২>
আছর: ১০৬> মাগরিব: ৬>
এশা: ২৯।
উদাহারন: ফজর: ৫৫= ৪.৪৫
যদি ৫৪ দেন তাহলে ৪.৪৪ হবে অর্থাৎ প্রতিটি সংখ্যার মান ১ সেকেন্ড। সংখ্যা কমালে সেকেন্ড কমবে আর বাড়ালে বাড়বে।
৪. অপশন থেকে টাইম ফরমেট (২৪ ঘন্টা ফরমেট) এর ঘর থেকে টিক মার্ক তুলে দিয়ে সেভ করুন।
৫. এরপর ওয়ারনিং টাইপ থেকে আজান টোন সেট করুন এবং কতক্ষন আগে থেকে সতর্ক করবে তাও সেট করে দিতে পারবেন।

ডাউনলোড লিংক: নামাজ টাইমার

ডাউনলোড লিংক: ডিজিটাল তসবিহ

আপনার ডেস্কটপকে ব্যাবহার করুন একটু অন্য ভাবে

altঅনেকেই অনেক ভাবে ডেস্কটপকে ব্যবহার করে বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে এমনকি ডেস্কটপকে হাইড করার জন্য ও সফটওয়্যার ব্যাবহার করে থাকেন আমি কিন্তু ব্যাবহার করি একটু অন্য ভাবে ৫ সেকেন্ডের মধ্যে হাইড করে ফেলতে পারি আমার ডেস্কটপকে সফটওয়্যারটি ব্যাবহার করে আমার ভালো লাগলো তাই আপনাদের কে জানালাম প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন ডাউনলোড শেষে ওপেন করুন ওপেন করলে দেখবেন কম্পিউটারের সিস্টেম ট্রে তে একটা আইকন ওখানে ক্লিক করুন
দেখতে পাবেন লিখা আছে press to create desktop 1 ওখানে ক্লিক করুন একটি ডেস্কটপ তৈরী হয়ে গেছে, এই ভাবে ৪টি ডেস্কটপ তৈরী করতে পারেন এবং যে কোন প্রোগ্রাম চালু থাকা অবস্থায় তা হাইড করে ও ফেলতে পারবেন আবার পিরিয়ে এনে কাজ ও করতে পারবেন