Oct 6, 2010

পেনড্রাইভ ফরমেট না হলে

সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয় তা জানাব।

পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন।দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।

পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(২)তারপরে cmd লিখুন
(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।
[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।

পদ্ধতি ৩:
(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।

আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর ৩ নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব?আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।

মিসড কল অ্যালার্ট

মিসড কল অ্যালার্ট সার্ভিসের কাজ হল ফোন বন্ধ থাকা অবস্থায় মিসড কলের লিস্টটা জানানো। কিন্তু, এটাকে একটু কনফিগার করে নিলেই আপনি এর মাধ্যমে রিয়েল টাইম কলের অ্যালার্ট পেতে পারেন। যেমন ধরুন, এমন একজন আপনাকে এখন কল করবে যার সাথে আপনি এখন কথা বলতে চাচ্ছেন না। মোবাইল যদি বন্ধ রাখেন তাহলে তার কলের সাথে অন্যদের কলও আপনি রিসিভ করতে পারবেন না। অন্যরা কে কে কল করেছিল সেটা জানতে পারবেন একেবারে মোবাইল অন করার পর। এতে আপনার অনেক দরকারী কলও সময়মত পাবেন না। আসুন এই অসুবিধাটা দূর করি!

মিসড কল অ্যালার্ট সার্ভিস আসলে কলকে একটা নির্দিষ্ট নাম্বারে ডাইভার্ট করে দেয়। ডাইভার্ট কন্ডিশনটা থাকে "IF UNREACHABLE” ডাইভার্ট টু xxxxxxxxxxx। এখন আপনার কাজ হল, If unreachable এর পরিবর্তে All calls কে ঐ নাম্বারে ডাইভার্ট করা। আমি গ্রামীণের সার্ভিস ব্যবহার করি। এটা 01700006223 তে ডাইভার্ট করে। All calls এই নাম্বারে ডাইভার্ট করতে ডায়াল করুন *002*01700006223# কাজ শেষ। এখন আপনার ফোন চালু থাকলেও কেউ কল করলে বন্ধ পাবে। কিন্তু আপনি সাথে সাথে মিসড কল অ্যালার্ট পাবেন (যেহেতু আপনার মোবাইল চালু আছে)। দরকারী কোন কল হলে সাথে সাথে কলব্যাক করতে পারবেন। আর যার কল তখন রিসিভ করতে চান না সে দেখবে আপনার ফোন বন্ধ! কলব্যাক করা আপনার ইচ্ছা!!!

এটা গ্রামীণের কথা। অন্য অপারেটরের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন নাম্বারে ডাইভার্ট করা হচ্ছে। চেক করতে ডায়াল করুন *#62# তাহলেই কোন নাম্বারে ডাইভার্ট করা আছে দেখাবে। তারপর আগের মতই *002*xxxxxxxxxxxx#

আপনি চাইলে নাম্বার বিজি থাকলে তখন আসা কলগুলোরও অ্যালার্ট পেতে পারেন! (কল ওয়েটিং চালু না থাকলে)। সেক্ষেত্রে ডায়াল করুন *67*xxxxxxxxxxxxxxxxx# দুটো একসাথেও চালু রাখতে পারেন!

আবার আগের অবস্থায় ফিরতে চাইলে (মানে স্বাভাবিক ভাবে কল রিসিভ করতে চাইলে) প্রথম * এর পরিবর্তে # লিখে একই ভাবে ডায়াল করুন। অর্থাৎ #002*xxxxxxxxxxxx# বা #67*xxxxxxxxxxxxxxxxx#

সূত্র: http://www.somewhereinblog.net/blog/freedom71/29024500