Aug 18, 2010

উইন্ডোজ এক্সপি কত বিটের?

আপনারা কত বিটের উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন? আমারটা সহ অধিকাংশেরই মনে হয় ৩২ বিটের। ৬৪ বিটের এক্সপি ব্যবহার করলে আমরা নিশ্চয়ই আরো ভাল পারফরমেন্স পাব।

আপনার এক্সপি কত বিটের, তা জানতে এই পদ্ধতি অবলম্বন করুন -->মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজে যান। জেনারেল ট্যাবে লক্ষ্য করুন -

Microsoft Windows XP
Professional
Version 2002
Service Pack 2 অথবা 3 লেখা থাকলে আপনারটা ৩২ বিটের

আর যদি লেখা থাকে -
Microsoft Windows XP Professional
x64 Edition
Version
তাহলে আপনারটা ৬৪ বিটের

৬৪ বিটের সুবিধা জানতে ভিজিট করুন http://www.microsoft.com/windowsxp/64bi … top10.mspx

আপনার উইন্ডোজের স্টার্ট বাটন রিনেম করুন ছোট্ট একটি সফ্‌টওয়্যার দিয়ে

উইন্ডোজের বিরক্তিকর স্টার্ট বাটন দেখতে দেখতে মেজাজ খারাপ? চিন্তা নেই আছে সমাধান।আপনার উইন্ডোজের স্টার্ট বাটন রিনেম করুন ছোট্ট একটি সফ্‌টওয়্যার দিয়ে। কিছুই করতে হবেনা জাস্ট রান করুন আর পছন্দ মতো নাম বা যা খুশি তাই লিখুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

http://www.mediafire.com/?iiq5uc60widaf1g

আরও জানতে ক্লিক করুন: http://rakibdj.blogspot.com/2010/08/blog-post_2484.html

আপনার নিজের সাইটে ক্রিকেটের লাইভ স্কোর যোগ করুন

আপনার নিজের সাইটে ক্রিকেটের লাইভ স্কোর যোগ করুন

আপনার নিজস্ব ওয়েব বা ব্লগ সাইটে ক্রিকেটের লাইভ স্কোরবোর্ড যুক্ত করতে পারেন। ফলে আপনার সাইট ভিজিটররা আপনার সাইটে ব্রাউজ করার সময় নতুন পেজ না খুলেই ক্রিকেটের চলতি স্কোর দেখতে পারবে। এজন্য www.vcricket.com সাইটে যান। পেজের উপরে Put Live Cricket Score Card for your Website / Blog এ ক্লিক করলে নতুন একটি পেজ আসবে। পেজের নিজের দিকে বিভিন্ন সাইজের স্কোরবোর্ডের তালিকা দেয়া আছে আপনি Preview তে ক্লিক করে দেখে নিতে পারেন। এরপরে Get Code এ ক্লিক করুন। অথবা সরাসরি www.vcricket.com/get_syndicated_scorecard_code.aspx এই ঠিকানাতে গেলেও হবে। এবার উপরে Developer key অংশে আপনার ইচ্ছামত কি দিন অথবা get it from here তে ক্লিক করে Domain Name/ URL এ আপনার সাইটের ঠিকানা লিখে Add বাটনে ক্লিক করলে কোড আসবে সেটি কপি করে এনে পেস্ট করুন। এবার ইচ্ছামত স্কোরবোর্ড ফরম্যাট নির্বাচন করে All teams নির্বাচিত রেখে নিচের Generate the code বাটনে ক্লিক করলে কোড আসবে যা আপনার সাইটে যুক্ত করলেই হবে।