Aug 30, 2010

জেনে নিন আপনার Intel Processor এর নাড়ীর খবর।

আপনি কি Intel Processor এর কম্পিউটার ব্যবহার করেন? যদি করেন তবে ইচ্ছা হয়না Processor এর সকল প্রকার তথ্য জানতে। আশাকরি হয়। আমি আজ এমন একটি ইউটিলিটির কথা বলবো যেটি আপনার প্রসেসর এর সকল প্রকার তথ্য দেখাতে পারে। সফটওয়্যারটি Intel Corporeti0n কর্তৃক কপিরাইট করা।
এই সফটওয়্যারটি যে যে প্রসেসর সাপোর্ট করে।
# Core 2 processors
# Core processors
# Xeon(R) processors
# Pentium(R) dual-core processors
# Pentium 4 and later desktop processors
# Mobile Pentium M processors
# Celeron(R) dual-core processors
# Celeron processors based on the Pentium 4
# Pentium M processor cores
# Atom(TM) processors
তো আজই ডাউনলোড করুন এই ঠিকানা http://downloadmirror.intel.com/7838/eng/pidenu23.msi থেকে আর জেনে নিন আপনার প্রসেসরের নাড়ীর খবর।

আপনার কম্পিউটারের সিডিউল দেখে বুঝুন কখন চালানো হয়েছে

আপনার কম্পিউটারের ব্যবহারকারী যদি একাধিক হয় তাহলে আপনি বুঝতে পারবেন না কে কখন আপনার কম্পিউটার খুলছে বা বন্ধ করছে। কিন্তু আপনার জানা জরুরী কখন আপনার কম্পিউটার খুলেছে বা বন্ধ হয়েছে। এ সব তথ্য আপনার কম্পিউটার ঠিকই হিসাব করে রাখছে। SchedLgU.Txt নামের একটি টেক্টট ফাইলে এসব তথ্য আছে। সিস্টেম রুটে অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে সে ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে বা স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ওকে করলেই ফাইলটি নোট প্যাডে খুলবে। এবার ডকুমেন্টের ভিতরে [ ***** Most recent entry is above this line ***** ] লেখা লাইনের উপরে সর্বশেষ কখন কম্পিউটার খুলেছেন সেই সময় দেওয়া আছে। তার উপরে সর্বশেষ বন্ধ হবার সময় আছে। এই ভাবে ধারাবাহিকভাবে তথ্যগুলো আছে। ৩২ কিলোবাইটের এই ফাইলটিতে সর্বশেষ ১৩৫ বার কম্পিউটার খোলা ও বন্ধ করার তথ্য (সময় ও তারিখ) সংরক্ষিত থাকে। কম্পিউটার ১৩৫ বারের বেশী খোলা ও বন্ধ করলে উক্ত লাইন আবার প্রথম থেকে আসতে থাকবে অর্থাৎ পূর্বের তথ্যের উপর নতুন তথ্য প্রতিস্থাপন হবে। তবে মজার বিষয় হচ্ছে আপনি বা অন্যকেউ ইচ্ছা করে ফাইলটি মুছতে, প্রতিস্থাপন করতে বা এর কোন তথ্য পরিবর্তন করতে পারবেন না।
সুত্র: ইন্টারনেট