Jun 28, 2010

তৈরী করুন সফটওয়্যারের বহনযোগ্য সংস্করণ

বেশী সফটওয়্যার থাকার কারনে কম্পিউটারের ধীর গতি হয়ে যায় c:/ ড্রাইভের উপর চাপ পড়ে তবে বহযোগ্য সফটওয়্যার ব্যবহার করলে এ আশঙ্কা কমে যায় এজন্য আপনার লাগবে Setup capture নামের সফটওয়্যার http://mediafire.com/?kyzhnzlamwz ঠিকানার সাইট থেকে মাত্র চার মেগাবাইটের সফটওয়্যারটি নামিয়ে নিন এখন জিপ ফাইলটি খুলুন দুই ক্লিকে Setup capture চালু করুন এবং পরযায়মে next option এ ক্লিক করুন How to install লেখা এলে উইন্ডোটি মিনিমাইজ করুন এখন যে সফটওয়্যারটি বহনযোগ্য সফটওয়্যার হিসাবে রুপান্তার করতে চান সেটি পিসিতে ইনস্টল করুন (বহনযোগ্য করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইচ্ছা করলে আপনি ইনস্টল করা কপিটি মুছে ফেলতে পারেন) এখন মিনিমাইজ করা উইন্ডোটি খুলুন এবং পযায় ক্রমে তিন বার Next এ ক্লিক করুন এর পর usbflash/portable media আপশন নিরবাচিত করে Next এ ক্লিক করুন কম্প্রেস করতে না চাইলে No compresson নিরবাচিত করে Next এ ক্লিক করুন এর পর পরযায় ক্রমে Next/Finish এ ক্লিক করুন এখন c:/ programe files/ vmware/ vmware northstar/ captures এ গিয়ে দেখুন আপনার কাংক্ষিত সফটওয়্যারটির পোটএবল ভারসন তৈরী হয়েছে ইনস্টল করার ঝামেলা নেই বলে আপনি পেনড্রাইভ থেকে সহজে ব্যবহার করতে পারবেন এরপর ফাইলটি কম্প্রেস করার অপশন আসবে