Sep 30, 2010

নিজের ওয়েব সাইট যুক্ত করুন গুগলে

আপনি গুগল খুলে আপনার নাম Monpura/মনপুরা (ইউনিকোডে) বা মোবাইল নং (019251075/01718976348) লিখলেন এবং সার্চ বাটনে ক্লিক করে দেখলেন আপনার ওয়েবসাইট সম্পের্ক তথ্য দিচ্ছে গুগল। তাহলে কেমন লাগবে! আপনার শখের বসে বা প্রয়োজনে তৈরী করা ওয়েবসাইট আপনি গুগলে যুক্ত করতে পারেন কোন খরচ বা ঝামেলা ছাড়াই। তাতে অন্য কেউ আপনার ওয়েবসাইটের বিষয় অনুসারে খুঁজে পাবে। অর্থাৎ গুগলে আপনার দেওয়া পছন্দের কীওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার ওয়েবসাইটের তথ্যসহ ওয়েবসাইটের ঠিকানা চলে আসবে। আপনি ইংরেজীর পাশাপাশি বাংলাতে কীওয়ার্ড লিখতে পারেন তাতে বাংলাতে আপনার ওয়েব সাইট খুঁজে পাওয়া যাবে।যেভাবে যুক্ত করবেন: এজন্য প্রথমে গুগলের এই www.google.com/addurl সাইটে ঢুকুন। ইয়াহুতে যোগ করতে http://dir.yahoo.com/ ইয়াহু সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://siteexplorer.search.yahoo.com/submit বিং সার্চ ইঞ্চিনে যোগ করতেঃ http://www.bing.com/docs/submit.aspx ওয়েব ডাইরেক্টরী তে সাইট যোগ করতেঃ http://www.webdirectory.com/ এবার URL: অংশে আপনার ওয়েব ঠিকানা দিন। আপনার ওয়েব ঠিকানা যদি www.monpura63.blogspot.com হয় তাহলে আপনাকে www.monpura63.blogspot.com লিখতে হবে। এবার Comments: অংশে কীওয়ার্ড লিখুন। এখানে আপনি আপনার নাম এবং ওয়েবসাইট সম্পের্ক (বিষয় এবং আনুসাঙ্গিক) তথ্য দিনে পারেন। এরপরে Optional: অংশের ছবিতে থাকা টেক্সট নিচের টেক্সট বক্সে লিখে Add URL বাটনে ক্লিক করলে আপনার সাইট যুক্ত হয়েছে নিশ্চিত করবে।এ মূহুর্তে আপনি সার্চ করলে আপনার সাইট পাবেন না। অন্ততঃ কয়েক দিন পরে সার্চ করে দেখুন, কি অপেক্ষা করছে গুগলে আপনার জন্য।

4 comments:

  1. আমি আমার বাংলাদেশ কে প্রচন্ড রকমের ভালবাসি।

    ReplyDelete
  2. আমি একটা বিষয় বুঝলাম না, ইন্টানেটে টাকা কিভাবে উপার্জন করা যায়।।তবে এটা খুবই ক্লিয়ার যে ইন্টারনেটে টাকা যে খুব সহজে ব্যয় করা যায় তার যথেষ্ট প্রমান আমি পেয়েছি।

    ReplyDelete
  3. @md. monjurul alam
    vai, taka bay jekhane hote pare icome o sekhan theke asbe etai savabik.
    apni jemon bay korchen onno kew to seta pacche tai noy ki?

    Akhon pawar system ta ki seta holo dippent kore internet e apni ki korchen tar upor.
    Khalil bro (Admin)uni kono post diche kina jani na tobe na dileo soon peye jaben inshallah..

    ReplyDelete