Oct 15, 2010

জেনে নিন কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে প্রদর্শন করছে

একটি ওয়েব সাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটা ঠিকমত সব ব্রাউজারে কাজ করছে কিনা বা ঠিকমত প্রদর্শন করছে কিনা তা একজন ওয়েব ডেভলপারকে খেয়াল রাখতে হয়কারন আমরা জানিনা কোন ব্যবহারকারী কোন ব্রাউজার ব্যবহার করছেআবার আমাদের পক্ষে এটাও সম্ভব নয় একটার পর একটা ব্রাউজার ইনস্টল করে চেক করে দেখা আমাদের ওয়েবসাইটা ঠিকমত ব্রাউজারে প্রদর্শন করছে কিনাআমার মনে পড়ে একবার আমি একটা ওয়েবসাইটের কাজ কমপ্লিট করার পর তা যখন ইন্টারনেট এক্সপ্লোরারে চালু করলাম দেখলাম সব ঠিক আছেকিন্তু যখন তা মজিলা ফায়ারফক্সে চালু করলাম দেখলাম আমার ওয়েবসাইটের হিডার গেছে ফুটারে আর ফুটার গেছে হিডারে দেখে তো আমার মাথা গরমপরে অবশ্য তা ঠিক করেছিলামযাই হোক আপনি এখন ইচ্ছে করলে জানতে পারেন কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে প্রদর্শন করছেআর এ জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা শুধু এই http://browsershots.org ওয়েবসাইটে যানআপনার তৈরি করা ওয়েবসাইটের ইউআরএল দিনআপনার ব্রাউজারের ভার্সন ঠিক করে দিন তারপরে সাবমিট বাটনে ক্লিক করুনদেখবেন কিছুক্ষনের মধ্যে কোন ব্রাউজার কিভাবে আপনার তৈরি করা ওয়েবসাইটকে কিভাবে প্রদর্শন করছে তা শো করবেআপনি ইচ্ছে করলে এই রেজাল্টের স্কীনশর্টটি ডাউনলোড করে নিতে পারেন

IDM দিয়ে HD quality তে youtube video download করার নিয়ম...

প্রথমেই আপনার লাগবে Firefox কে browser হিসেবে ব্যবহার করা ।
উদাহরণস্বরূপ এই লিঙ্কে http://www.youtube.com/watch?v=XSGBVzeBUbk যাওয়ার পর নিচের চিত্র অনুযায়ী 360p বা 240p ইত্যাদি যাই থাকুক না কেন এর উপর cursor নিয়ে যান ,

http://i28.tinypic.com/runrqb.jpg

drop-download list থেকে আপনার চাহিদামত HD(720p বা 1080p) সিলেক্ট করুন । এরপর ১-২ সেকেন্ড অপেক্ষা করে "Download this video" তে click করলে quality অনুযায়ী size(MB) দেখতে পাবেন (video position change না করলে যতগুলো আলাদা quality আছে ততগুলো FLV বা MP4 file দেখতে পাবেন) ।

http://i27.tinypic.com/wv8k84.jpg

এখান থেকে আপনার পছন্দমত quality তে video টা download করে নিন (নির্দিষ্ট size এর উপর click করলেই হবে) ।

ফাইল নামিয়ে নিন সহজে

অনলাইনে ফাইল রাখার (হোস্টিং) সাইট র‌্যাপিডশেয়ার, হটফাইল, ফাইলসার্ভ, আপলোডিং, মেগা আপলোড ইত্যাদি ব্যবহার করেন অনেকেই। কিন্তু বিনামূল্যে একটি আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থেকে একই সময়ে একাধিক ফাইল একসঙ্গে এ সাইটে রাখতে (আপলোড) পারেন না। আবার অনেক সময় নামনোও (ডাউনলোড) যায় না। এ ছাড়া রিজইম সমর্থন করে না ফলে বড় ফাইল ডাউনলোড করা বেশ কষ্টকর হয়ে যায়। তবে এসব সাইট থেকে অনায়াসে ফাইল নামানো যাবে লিচ সাইটের মাধ্যমে।
এ জন্য www.6ybh-upload.com/free12291.html সাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে নিন এবং মেইলে পাওয়া অ্যাকটিভিশন লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন। এবার Upload Files-এ ক্লিক করে Free URL leech রেডিও বাটন নির্বাচন করুন। এবার URL-এ ফাইল হোস্টিং সাইটের (কোন কোন ফাইল হোস্টিং সাইট সমর্থন করে তা ওপরে দেওয়া আছে) লিংক দিয়ে Upload বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ওই ফাইলটি এই সাইটে আপলোড হয়ে যাবে। আপলোড ১০০ শতাংশ শেষ হলে Filename: এর লিংকটির (পরবর্তী সময়ে ডাউনলোড করতে চাইলে My Files-এ ক্লিক করে) ওপরে ক্লিক করুন।
পরবর্তী পেজ থেকে Free Download বাটনে ক্লিক করার ৯০ সেকেন্ড পরে Create download link বাটনে ক্লিক করলে একটি সরাসরি লিংক তৈরি হবে যা রিজইম সমর্থন করে। এই লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। এটি ডাউনলোড ম্যানেজার সমর্থন করে। সরাসরি লিংকটি ৪৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকে, তবে চাইলে পরবর্তী সময়ে My Files-এ গিয়ে সরাসরি লিংক তৈরি করা যাবে।