Oct 13, 2010

My Computer এ কন্ট্রোল প্যানেল প্রদর্শন করা

My Computer সাধারণত বিভিন্ন ড্রাইভ ও ডকুমেন্টস থাকে। যেমন- ফ্লপি ড্রাইভ, সিডি বা ডিভিডি ড্রাইভ, ফ্লাশ ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, শেয়ার্ড ডকুমেন্টস ইত্যাদি। আপনি ইচ্ছে করলে এখানে কন্ট্রোল প্যানেল প্রদর্শিত করতে পারেন। এজন্য প্রথমে মাই কম্পিউটার ওপেন করুন। এরপর Tools মেনু থেকে Folder Options ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে View ট্যাবে ক্লিক করুন। Advanced settings সেকশনের নিচে Show Control Panel in My Computer অপশনটি চেক করে দিন (স্ক্রোলিং করে একেবারে নিচে নামুন)। এবার OK বাটনে ক্লিক করুন।

স্টার্ট মেনুতে কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ সাবমেনু হিসেবে প্রদর্শন করা

কন্ট্রোল প্যানেলে কোন পরিবর্তন করতে হলে আমরা সাধারণত স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, কন্ট্রোল প্যানেল লোড হওয়ার জন্য অপেক্ষা করি, এরপর কাঙ্খিত অপশনটি বাছাই করি। কিন্তু যারা প্রায়ই কন্ট্রোল প্যানেলে পরিবর্তন করে থাকেন তাদের জন্য উক্ত পদ্ধতিটি বিরক্তিকর হতে পারে। আপনি বরং কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ স্টার্ট মেনুতে All Programs এর ন্যায় সাবমেনু হিসেবে প্রদর্শিত করে রাখতে পারেন। এতে করে আপনি কন্ট্রোল প্যানেলের যে কোন অপশন সহজেই এক্সেস করতে পারবেন।

এজন্য টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Start Menu ট্যাবে ক্লিক করুন। Start menu রেডিও বাটনটি সিলেক্ট করে Customize বাটনে ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Advanced ট্যাবে ক্লিক করুন। Start menu items: এর নিচের Control Panel এর তিনটি রেডিও বাটন থেকে Display as a menu সিলেক্ট করে দিন। এবার OK বাটনে ক্লিক করুন। আবার OK বাটনে ক্লিক করুন। এবার আপনি স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ সহজেই এক্সেস করতে পারবেন।

জেনে নিন :: কন্ট্রোল প্যানেল

আইটি ডেস্ক :: উইন্ডোজের গ্রাফিক্যাল ইন্টারফেসকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের জন্য মূলত কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। কন্ট্রোল প্যানেলের মাধ্যমে নতুন হার্ডওয়্যার ইন্সটল করা, সফটওয়্যার ইন্সটল ও রিমুভ করা ছাড়াও ভিন্ন ভিন্ন ইউজার তৈরি করা হয়ে থাকে।

সাধারণত উইন্ডোজ এক্সপি’তে দুই ধরনের ভিউ-তে কন্ট্রোল প্যানেল দেখা যায়। ক্ল্যাসিক্যাল ভিউ ও ক্যাটাগরি ভিউ। সাধারণত ডেস্কটপে গিয়ে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস-এ আমরা বিভিন্ন পরিবর্তন করি। মূলত এই কাজটিও কন্ট্রোল প্যানেলের অন্তর্গত। এমন অনেক কাজই আছে কন্ট্রোল প্যানেলের ভিতরে।

ল্যাপটপ টিপস

কিছু নিয়ম মেনে চললে ল্যাপটপের পারফরমেন্স ভালো হয়।
-ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানো না লাগলেও ২/৩ সপ্তাহে মাঝে মাঝে ব্যাটারি থেকে চালাতে হবে, নতুবা ব্যাটারি আয়ু কমে যাবে।
-ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।
-মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করুন।
-ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করুন।
-দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন।
-হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারণ সিডি/ডিভিডি র‌্যাম অনেক বেশি পাওয়ার নেয়।
-এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করে এমনভাবে ল্যাপটপ পজিশনিং করুন, সরাসরি সূর্যের আলোতে রাখবেন না।
-শাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।
-ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।
-হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো কাজ করবেন না।
-অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন।
-মাঝে মাঝে মেমোরি ক্লিনের জন্য Ram Cleaner, Ram Optimi“er, Mem Monster, Free Up Ram, Super Ram
নিয়মমাফিক ডিফ্রাগমেন্ট করুন।

-আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করুন।