খেলাধুলা

ক্রিকেটে বাংলাদেশের স্বর্ণ জয়

 ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে এলো বাংলাদেশের প্রথম স্বর্ণ । গেমস’এর ইতিহাসে প্রথম বারেরমত অর্ন্তভুক্ত ক্রিকেটের ফাইনালে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশের ছেলেরা বয়ে আনে এ অনন্য অর্জন।
১৯৭৮ সালে প্রথম অংশ নেয়া বাংলাদেশ এর আগে তিনটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে। এবার ১৯ তম আসরে ১টি স্বর্ণ  ও ১ রৌপ্য পদক এনে দিলো ক্রিকেট। ছেলেদের আগে মেয়েরা এনে দেয় রৌপ্য পদক। ফাইনালে মেয়েরা হেরে গেলেও অন্তত ছেলেরা হতাশ করবেন না এমন আশ্বাস দিয়েছিলেন আশরাফুল।
কথা রেখেছেন তিনি। এস গেমসের পর এশিয়ান গেমসেও ছেলেরা উড়াল দেশের পতাকা। শুরুটা করেছিলেন বোলাররাই। দলনায়ক আশরাফুলের হাতে ছিলো অনেক বিকল্প বোলাররা। তাদের নানাভাবে ব্যবহারের চেষ্টাও করেছেন তিনি। ১২ ওভার পর্যন্ত ঠিক ছন্দে থাকা আফগানিস্তানকে অনেকটা ব্যকফুটে ঠেলে দেন শাহাদাৎ। ১৩ তম ওভারে ২ রানের খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেন তিনি। তবে ৭ম উইকেট জুটির দৃঢ়তায় ফাইটিং স্কোর গড়ার ইঙ্গিত দেয় যুদ্ধবিধ্বস্ত দেশটি। ১৯ তম ওভারে এসে আশরাফুল ২ উইকেট নিয়ে ওই সম্ভাবনার গোড়ায় জল ঢেলে দেন। কিন্তু শাহাদাতের করা শেষ ওভারে ৩ চারের সাহায্যে ১৬ রান নিয়ে ১১৮ রানের ফাইটিং স্কোর দাঁড় করায় দলটি। এর আগে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১২৫ রান করেও ২২ রানের জয় তুলে নেয়ায় আফগানিস্তানের বিপক্ষে হোঁচট খাওয়ার একটু আশঙ্কা ছিলোই।
জয় এলো বটে তবে ওই জয় মোটেও সহজ ছিলো না। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে রান সংগ্রহ খুব একটা সহজ ছিলো না বাংলাদেশের জন্য। হাত খুলে খেলার আগেই নাজিমুদ্দিন ও মিথুন আলী ফিরে গেলেও ১০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৬৩। অবশ্য মিথুন রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। শেষ ১০ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের প্রয়োজন ছিলো কেবল ৫৬ রান। উইকেটে আশরাফুল ও নাঈম থাকলেও রান তোলার ক্ষেত্রে খুব একটা স্বচ্ছন্দ্য ছিলেন না তারা। সেকারণেই ১২ তম ওভারে উইকেট এক রকম বিলিয়েই দিয়ে আসেন আশরাফুল। অধিনায়ককে হারিয়ে একটু চাপেই পড়ে যায় বাংলাদেশ। দুই ওভার পরে ফয়সাল হোসেন ডিকেন্সও বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে চাপ আরও বাড়ে। ১৪ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৭১/৪। শেষ চার ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩৭ রান। সাব্বির নামার পর ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। সাথে ছিলেন নাঈম। তবে মূল দায়িত্বটা কাধ তুলে নেন সাব্বির। তার ২ ছয়ে ভেঙ্গে যায় আফগান স্বপ্ন।১৯ তম ওভারে তুলে নেন ১৭ রান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো কেবল ২ রান। তা তুলে নিতে মোটেও ভুল করেন বাংলাদেশ।