Dec 8, 2011

Pen drive কে NTFS এ Formet করুন সহজে

Pen drive (ইউএসবি) ড্রাইভগুলো ফ্যাট (FAT বা FAT32) হিসাবে ফরম্যাট করা যায়। কিন্তু আপনি চাইলে Pen Drive কে NTFS হিসাবেও ফরম্যাট করতে পারেন। NTFS এর সুবিধা হচ্ছে এতে শতকরা ৫-৪০ ভাগ যায়গা বৃদ্ধি পায়। এছাড়াও NTFS এর অনান্য বৈশিষ্ট বজায় থাকবে কিন্তু অসুবিধা হচ্ছে কিছু ক্ষেত্রে গতি কমে যাবে এবং সবসময় Pen Drive কে Safely Remove করতে হবে।