Oct 11, 2010

সফটওয়্যার ছাড়া ডাটা উদ্ধার

আমরা সবাই বিভিন্ন সময় না বুঝে অথবা বুঝে কম্পিউটার হতে নানা ফাইল মুছে ফেলি অথবা বুঝে অথবা না বুঝে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে খাকি। যার কারণে পরবতীতে আমাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই এবং ঐ সব সফটওয়্যারকে রিমোভও করা যায় না। এই মূহুর্তে আমরা যদি কম্পিউটার বিষয়ে খুব বেশী একটা না জানি তাহলে চলে যাই কোনো কম্পিউটার ইনজ্ঞিনিয়ারের কাছে নিয়ে যাই। আর যাদের মোটামোটি ভাল জ্ঞান আছে তারা বসে পরি উইন্ডোজ সফটওয়্যারটি আবার ইনস্টল করার জন্য। কিন্তু আমরা কী জানি একবার উইন্ডোজ ইনস্টল করলে Hard Disk এ কতটুকু চাপ পড়ে।

আমরা অনেকেই Computer System Restore সমন্ধে জানি আবার অনেকেই জানি না। যারা এটি জানে তারাও ঠিক মত জানে না যে এর সাহায্যে সিস্টেম সংক্রান্ত হারানো ফাইল ফিরে পাওয়া সম্ভব।

এখন হল আসল কথা। Computer System Restore কী? সাধারণত কম্পিউটারের সেটিং প্রতিনিয়ত পরিবতন হয়। আর কম্পিউটার এই পরিবতনগুলো লিখে রাখে। এখানে লেখা তাকে কী পরিবতন হয়েছে, পরিবতনের আগে কী ছিল ইত্যাদি। আর System Restore ঐ লিখা গুলো পড়ে এবং কম্পিউটারকে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসে।

সিস্টেম রিস্টর কিভাবে করবেন? সিস্টেম রিস্টর করতে হলে প্রথমেই আপনাকে সিস্টেম রিস্টর সেটিংকে অন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে মাই কম্পিউটারে রাইট ক্লিক করতে হবে এবং Properties এ ক্লিক করতে হবে। তারপর System Restore ট্যাব এ যেতে হবে। সেখানে দেখতে পাবেন Turn off System Restore of all drive এবং তাতে টিক চিহ্ন দেওয়া এই টিক চিহ্নটি উটিয়ে দিতে হবে বেস কাজ হয়ে গেল। আসা করি এই বিষয় বুঝতে আর কোনো সমস্যা নেই।

কম্পিউটার নিজে নিজেই মূলত পরিবতনগুলোকে লিখে রাখে। কিন্তু অনেক সময় বিভিন্ন পরিবতন লিখে না। তাই আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে সিস্টেম রিস্টর পয়েন্ট তৈরী করে রাখতে পারেন। তাহলে পরবতিতে যদি এই ইনস্টল করা সফটওয়্যারটি সমস্যা করে তখন সিস্টেম রিস্টর ব্যবহার করে আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। অথবা আপনি যখন মনে করবেন আপনার কম্পিউটারটি একটি ভাল অবস্থানে আছে তখনও আপনি চাইলে সিস্টেম রিস্টর পয়েন্ট করতে পারেন। এবং যখন খুশী আগের স্থানে যেতে পারবেন। সিস্টেম রিস্টর পয়েন্ট করার জন্য প্রথমে সিস্টেম রিস্টর প্রোগ্রামটি চালু করুন। এর জন্য Start Button এ ক্লিক করুন। তারপর Program Files—Accessories–System Tools এ যান। এবং সবশেষে System Restore এ ক্লিক করুন। তখন System Restore প্রোগ্রামটি হাজির হবে। এখন কোনো রিস্টর পয়েন্ট তৈরী করার জন্য Create a restore point এ ক্লিক করুন এবং Next এ ক্লিক করুন। তারপর পয়েন্ট এর নাম দিন এবং যথাযথ কাজগুলো করুন। এভাবে আপনি সহজেই System Restore Point তৈরী করতে পারবেন।

এখন প্রশ্ন হল System Restore কিভাবে করবেন। এর জন্য প্রথমে System Restore চালু করুন। এবং System Restore সিলেক্ট করে Next এ ক্লিক করুন। এবং রিস্টর পয়েন্ট সিলেক্ট করুন। এবং আবার Next এ ক্লিক করুন। তখন যথাযত কাজগুলো করুন। এখন কম্পিউটারটি রিস্টারট হবে এবং System Restore এর কাজ সম্পূন্ন হবে।

সমরেশ মজুমদারের ৩৩ টি বই

সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। তাঁর অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে । তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনীকার । তাঁর সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র অর্জুন । উত্তরাধিকার, কালবেলা এবং কালপুরুষ তাঁর একটি উপন্যাস ত্রয়ী । তাঁর সমসাময়িক অন্য লেখকদের নিয়ে লেখা তাঁর বই কইতে কথা বাধে । তিনি প্রায় শতাধিক বই লিখেছেন।
আমার সংগ্রহে সমরেশ মজুমদারের ৩৩টি বই আছে। তাহলে দেরী না করে এখনি ডাউনলোড করুন এখান থেকে http://www.banglabooks.tk/2010/05/downl … books.html

ডাঃ জাকির নায়েকের ১০টি বাংলা বই

জাকির নায়েক এর ১০টি বাংলা বই এর ডাউনলোড লিঙ্ক পেলাম।আপনাদের সাথে শেয়ার করলাম। ডাউনলোড লিংক http://www.banglabooks.tk/2010/06/downl … books.html

বাংলাদেশের ৬৪টি জেলার ওয়েব লিংক

বাংলাকে জানুন, বাংলাকে বুঝুন
বাংলাদেশের ৬৪টি জেলার সাইট লিংক দিলাম। ট্রাই করে দেখুন ভাল লাগবে


Barisal Division
1. BARGUNA www.dcbarguna.gov.bd

2. BARISAL www.dcbarisal.gov.bd

3. BHOLA www.dcbhola.gov.bd

4. JHALOKATI www.dcjhalakathi.gov.bd

5. PATUAKHALI www.dcpatuakhali.gov.bd

6. PIROJPUR www.dcpirojpur.gov.bd



Chittagong Division
1. BANDARBAN www.dcbandarban.gov.bd

2. BRAHMANBARIA www.dcbrahmanbaria.gov.bd

3. CHANDPUR www.dcchandpur.gov.bd

4. CHITTAGONG www.dcchittagong.gov.bd

5. COMILLA www.dccomilla.gov.bd

6. COX'S BAZAR www.dccoxsbazar.gov.bd

7. FENI www.dcfeni.gov.bd

8. KHAGRACHHARI www.dckhagrachhari.gov.bd

8. LAKSHMIPUR www.dclakshmipur.gov.bd

10. NOAKHALI www.dcnoakhali.gov.bd

11. RANGAMATI- www.dcrangamati.gov.bd



Dhaka Division
1. DHAKA www.dcdhaka.gov.bd

2. FARIDPUR www.dcfaridpur.gov.bd

3. GAZIPUR www.dcgazipur.gov.bd

4. GOPALGANJ www.dcgopalganj.gov.bd

5. JAMALPUR www.dcjamalpur.gov.bd

6. KISHOREGONJ www.dckishoreganj.gov.bd

7. MADARIPUR www.dcmadaripur.gov.bd

8. MANIKGANJ www.dcmanikganj.gov.bd

8. MUNSHIGANJ www.dcmunshiganj.gov.bd

10. MYMENSING www.dcmymensingh.gov.bd

11. NARAYANGANJ www.dcnarayanganj.gov.bd

12. NARSINGDI www.dcnarsingdi.gov.bd

13. NETRAKONA www.dcnetrokona.gov.bd

14. RAJBARI www.dcrajbari.gov.bd

15. SHARIATPUR www.dcshariatpur.gov.bd

16. SHERPUR www.dcsherpur.gov.bd

17. TANGAIL www.dctangail.gov.bd


Khulna Division
1. BAGERHAT www.dcbagerhat.gov.bd

2. CHUADANGA www.dcchuadanga.gov.bd

3. JESSORE www.dcjessore.gov.bd

4. JHENAIDAH www.dcjhenaidah.gov.bd

5. KHULNA www.dckhulna.gov.bd

6. KUSHTIA www.dckushtia.gov.bd

7. MAGURA www.dcmagura.gov.bd

8. MEHERPUR www.dcmeherpur.gov.bd

8. NARAIL www.dcnarail.gov.bd

10. SATKHIRA www.dcsatkhira.gov.bd


Rajshahi Division
1. BOGRA www.dcbogra.gov.bd

2. CHAPAINABABGANJ www.dcchapainawabganj.gov.bd

3. JOYPURHAT www.dcjoypurhat.gov.bd

4. PABNA www.dcpabna.gov.bd

5. NAOGAON www.dcnaogaon.gov.bd

6. NATORE www.dcnatore.gov.bd

7. RAJSHAHI www.dcrajshahi.gov.bd

8. SIRAJGANJ www.dcsirajganj.gov.bd



Rangpur Division
1. DINAJPUR www.dcdinajpur.gov.bd

2. GAIBANDHA www.dcgaibandha.gov.bd

3. KURIGRAM www.dckurigram.gov.bd

4. LALMONIRHAT www.dclalmonirhat.gov.bd

5. NILPHAMARI www.dcnilphamari.gov.bd

6. PANCHAGARH www.dcpanchagarh.gov.bd

7. RANGPUR www.dcrangpur.gov.bd

8. THAKURGAON www.dcthakurgaon.gov.bd


Sylhet Division
1. HABIGANJ www.dchabiganj.gov.bd

2. MAULVIBAZAR www.dcmoulvibazar.gov.bd

3. SUNAMGANJ www.dcsunamganj.gov.bd

4. SYLHET www.dcsylhet.gov.bd

Windows vista কে আনুভব করুন Windows XP তে।

Windows vista এর রয়েছে বড় ধরনের সিস্টেম রিকয়ারমেন্ট কিন্তু যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তারা Windows vista ব্যবহার না করতে পারলে ও তার রুপ অর্থৎ ইন্টারফেস ব্যবহার করতে পারেন উইন্ডোজ এক্সপি তে। এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে একটি সুদৃশ্য Windows vista-transformation- প্যাক। এর সাইজ 29 মেবাগাবাইট। এটি ইন্সটল করলেই হল। তো আজিই ডাউনলোড করুন এই ঠিকানা http://vista-transformation-pack.en.softonic.com/download#pathbar থেকে। আর উপভোগ করুন Windows vista এর চমৎকার ইন্টারফেস।

স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন করুন আপনার কম্পিউটারের লগঅন স্ক্রিন।

কম্পিউটারের লগঅন স্ক্রিন দেখতে দেখতে আমরা যেন একটা বিরক্তি বোধ করি। একটু ভিন্ন কিছু হলে কেমন হয় এমন একটি সফটওয়ার আছে যেটার সাহায্যে আপনি আপনার ইচ্ছামত কম্পিউটারের লগঅন স্ক্রিন পরিবর্তন করতে পারবেন। সফটওয়ার টির নাম stardock Logon Studio ডাউনলোড করুন এই ঠিকানায় :-http://stardock.cachefly.net/LogonStudio_public.exe

সিস্টেম রিকয়ারমেন্টঃ
১. উইন্ডোজ সেভেন, ভিস্তা অথবা এক্সপি।
২. সর্বনিম্ন স্ক্রিন রেজুলেশন ১০২৪*৭৬৮।
৩. ১০ মেবা. ড্রাইভে ফাকা যায়গা।
৪. ৫১২ মেবা. RAM
৫. .NET ফ্রেমওয়ার্ক ২.০