Oct 27, 2010

LCD এবং LED এর মধ্যে পার্থক্য?

Light-emitting Diode (LED) হচ্ছে Semiconductor Light Source. বিভিন্ন Device এর আলোক সংকেত হিসেবে এ আলোক প্রযুক্তি ব্যবহৃত হয়। Liquid Crystal Display (LCD) Monitor সমূহে বর্তমানে এ আলোক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ এখানে LED হচ্ছে আলোক প্রযুক্তি এবং LCD হচ্ছে প্রদর্শন প্রযুক্তি। প্রদর্শনে বৈচিত্র আনার জন্য LED ব্যবহার করা হচ্ছে। বর্তমানে LED প্রযুক্তির কয়েকটি LCD Monitor আছে। এর মধ্যে Philips LED 191EL1 18.5'' LCD Monitor দেখতে পারেন। এর বর্তমান মূল্য ৯,৫০০ টাকা।