Oct 3, 2010

এক সফটওয়্যারে চলবে সকল ধরনের ফাইল

অফিস ফাইল চালাতে যেমন কম্পিউটারে অফিস ইনস্টল থাকতে হয় তেমনই মিডিয়া ফাইল চলাতে মিডিয়া প্লেয়ার থাকতে হয়। তবে যদি ইউনিভার্সেল ভিউয়ার থাকে তাহলে এসব কোন সফটওয়্যার ইনস্টল থাকার দরকার নেই। ইউনিভার্সেল ভিউয়ার দ্বারা প্রায় ইমজে ফাইল, মিডিয়া ফাইল, ইন্টারনেট রিলেটেড ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস ইত্যাদি সকল ফাইল সমর্থন করে। এছাড়াও টেক্সট ফাইলগুলোকে প্লেন টেক্সটে রূপান্তর করা যায়। সফটওয়্যারটির ইনস্টলার এবং বহনযোগ্য সংস্করণ www.uvviewsoft.com থেকে ডাউনলোড করা যাবে।

মোবাইলে শুনুন অনলাইন রেডিও

বর্তমানে বাংলা রেডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন বেশিরভাগ মোবাইলেই এফএম রেডিও যুক্ত থাকে। রেডিও মাধ্যম গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এফএম ব্যান্ডের রেডিও। কিন্তু ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহর ছাড়া এফএম রেডিও শোনা যায় না। রেডিও এর আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট রেডিও বা অনলাইন রেডিও। ইন্টারনেট থাকলে অনলাইন থেকে প্লেয়ারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেডিও শোনা যায়। কিন্তু বেশীরভাগ অনলাইন রেডিও মোবাইল ইন্টারনেট থেকে শোনার ব্যবস্থা নেই।
এসব বাধা পেরিয়ে রেডিও ঢাকা মোবাইলের জন্য প্লেয়ার (ডেমো সংস্করণ) অবমুক্ত করেছে। ফলে প্লেয়ারটি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে খুব সহজে রেডিও শোনা যাবে। রেডিও ঢাকার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.radiodhaka.net। রেডিও ঢাকাতে একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সংবাদ সরাসরি সমপ্রচার করা হয়।
এছাড়াও http://m.lemon24.com থেকে লেমন রেডিও প্লেয়ার মোবাইলে ইনস্টল করে লেমন রেডিও শুনতে পারবেন।

ছবি দ্বারা স্লাইডশো তৈরী

ছবি দ্বারা স্লাইডশো তৈরী করার বিভিন্ন সফটওয়্যার আছে। তবে খুব সহজেই ওয়েবসাইট থেকেও ছবির স্লাইডশো তৈরী করা যায়। স্লাইডশো তৈরী এমনই একটি ওয়েবসাইট হচ্ছে ফ্রৌবি স্লাইডশো মেকার। স্লাইডশো তৈরী করতে প্রথমে www.frobee.com সাইটে ঢুকে Add Photos বাটনে ক্লিক করে ছবি আপলোড করতে হবে। ছবিগুলো একই সাইজের হলে ভাল হয়। ইচ্ছামত যতখুশি ছবি আপলোড করার পরে Photos অংশ থেকে ছবি ক্লিক করে উপরে Transition, Display এবং Position: ইচ্ছামত নির্বাচন করতে হবে তাহলে ছবিগুলোর স্লাইড উপরে প্রিভিউ দেখাবে। এক এক করে প্রতেকটা ছবির উপরে ক্লিক করে Transition নির্বাচন করতে হবে। চাইলে Photos অংশ থেকে ড্রাগ-ড্রপ করে ছবির ধারাবাহিকতা পরিবর্তন করা যাবে। ছবির Size, Player, Captions পরিবর্তন করতে চাইলে Settings ক্লিক করে পরিবর্তন শেষে Apply বাটনে ক্লিক করলেই হবে। সর্বশেষে Save বাটনে ক্লিক করে জিপ ফাইল ডাউনলোড করতে হবে। এই জিপ ফাইল আনজিপ করলে SWF ফাইলসহ একটি HTML এর নমুনা ফাইল পাওয়া যাবে।