Oct 13, 2010

স্টার্ট মেনুতে কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ সাবমেনু হিসেবে প্রদর্শন করা

কন্ট্রোল প্যানেলে কোন পরিবর্তন করতে হলে আমরা সাধারণত স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, কন্ট্রোল প্যানেল লোড হওয়ার জন্য অপেক্ষা করি, এরপর কাঙ্খিত অপশনটি বাছাই করি। কিন্তু যারা প্রায়ই কন্ট্রোল প্যানেলে পরিবর্তন করে থাকেন তাদের জন্য উক্ত পদ্ধতিটি বিরক্তিকর হতে পারে। আপনি বরং কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ স্টার্ট মেনুতে All Programs এর ন্যায় সাবমেনু হিসেবে প্রদর্শিত করে রাখতে পারেন। এতে করে আপনি কন্ট্রোল প্যানেলের যে কোন অপশন সহজেই এক্সেস করতে পারবেন।

এজন্য টাস্কবারের যে কোন খালি জায়গায় রাইট ক্লিক করে Properties ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Start Menu ট্যাবে ক্লিক করুন। Start menu রেডিও বাটনটি সিলেক্ট করে Customize বাটনে ক্লিক করুন। প্রাপ্ত ডায়ালগ বক্স থেকে Advanced ট্যাবে ক্লিক করুন। Start menu items: এর নিচের Control Panel এর তিনটি রেডিও বাটন থেকে Display as a menu সিলেক্ট করে দিন। এবার OK বাটনে ক্লিক করুন। আবার OK বাটনে ক্লিক করুন। এবার আপনি স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলের অপশনসমূহ সহজেই এক্সেস করতে পারবেন।

No comments:

Post a Comment