Oct 13, 2010

জেনে নিন :: কন্ট্রোল প্যানেল

আইটি ডেস্ক :: উইন্ডোজের গ্রাফিক্যাল ইন্টারফেসকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের জন্য মূলত কন্ট্রোল প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। কন্ট্রোল প্যানেলের মাধ্যমে নতুন হার্ডওয়্যার ইন্সটল করা, সফটওয়্যার ইন্সটল ও রিমুভ করা ছাড়াও ভিন্ন ভিন্ন ইউজার তৈরি করা হয়ে থাকে।

সাধারণত উইন্ডোজ এক্সপি’তে দুই ধরনের ভিউ-তে কন্ট্রোল প্যানেল দেখা যায়। ক্ল্যাসিক্যাল ভিউ ও ক্যাটাগরি ভিউ। সাধারণত ডেস্কটপে গিয়ে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস-এ আমরা বিভিন্ন পরিবর্তন করি। মূলত এই কাজটিও কন্ট্রোল প্যানেলের অন্তর্গত। এমন অনেক কাজই আছে কন্ট্রোল প্যানেলের ভিতরে।

No comments:

Post a Comment