Nov 7, 2010

এজিপি

এজিপি শব্দটি এসেছে ‘অ্যাকসেলারেটেড গ্রাফিক্স পোর্ট’ শব্দগুচ্ছ থেকে। বিশ্বখ্যাত ইন্টেল এই পোর্টেও নকশা করে কম্পিউটারের মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করার জন্য। পিসিআই গ্রাফিক্স পোর্টগুলো ৩৩ মেগাহার্টজ গতিতে চলে এবং তথ্য স্থানান্তরের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ১৩২ মেগাবাইট। অন্যদিকে এজিপি পোর্টের ক্ষেত্রে, ৬৬ মেগাহার্টজ গতিতে চলে এবং তথ্য স্থানান্তরের সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে ৫২৮ মেগাবাইট। যার কারণে এজিচির ফলে যেকোনো গেমের ত্রিমাত্রিক আবহ বেশি বাস্তবসম্মত হয় এবং অ্যানিমেশনগুলো স্বাভাবিক গতিতে চলতে থাকে। এ ছাড়া এজিপি কার্ড ভিডিও মেমোরির পরিবর্তে সিস্টেম মেমোরিতে গ্রাফিক্স সংরক্ষণ করতে পারে, যা গেম খেলতে সহায়ক ভুমিকা পালন করে।

No comments:

Post a Comment