Nov 7, 2010

জেনে নিন : ওয়েবক্যাম

ওয়েবক্যাম হলো একটি ছোট ক্রামেরা যার ইমেজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্সট্যান্ট ম্যাসেজিং বা পিসি ভিডিও কনফারেন্সে ব্যবহৃত হয়। ভিডিও ক্যামেরার লো রেজুলেশনের ভার্সনকে ওয়েবক্যাম নামে আখ্যা দেওয়া হয়ে থাকে। ১৯৯১ সাল থেকে ওয়েবক্যামের ব্যাপক প্রচলন শুরু হয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের ট্রুজান রুম কফি পট-এ ওয়েবক্যাম প্রথম ব্যবহৃত হয়। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে এডাল্ট ইন্ডাস্ট্রিতে পর্ণোগ্রাফি সাইডগুলোতে লাইভ ইমেজ আদান-প্রদান করার জন্য স্ট্রিমিং ওয়েবক্যাম এখন ব্যাপকভাবে জনপ্রিয়।

No comments:

Post a Comment