Oct 26, 2010

আপনি নিজেই Phone Automatic Configuration পাঠান

গ্রামীণফোনের ইন্টারনেট মোবাইলে চালু করতে হলে প্রথমে সিমে নেট চালু করার পর Grameen Phone Automatic Configuration চালু করতে হয় সেজন্য আপনাকে সময় এবং টাকা দুটোই ব্যয় হবে এখন আপনি বিনা খরচায় Phone Automatic Configuration চালু করতে পারবেন সেজন্য আপনাকে এই সেজন্য আপনাকে গ্রামীণফোনের কাস্টমার ম্যানেজার অথবা SMS এর মাধ্যমে Phone Automatic Configuration চালু করতে হয়http://mobilethink.com/grameenphone/external/wizard.form ঠিকানায় গিয়ে সেটের নাম, মডেল নম্বর, সেটিংস টাইপ, ফোন নাম্বার গুলো পুরণ করে দিলেই সমাধান এখনই চেষ্টা করে দেখুন

No comments:

Post a Comment