Oct 23, 2010

সফটওয়্যার ছাড়া CD Write করা

আমরা সফটওয়্যার ছাড়া CD Write করতে পারি। এ জন্য আমাদের অবশ্যই CD Writer থাকতে হবে। এবার যে যে ফাইল গুলি Write করবেন সে সে ফাইল সিলেক্ট করে এর মধ্যে ডান বাটন ক্লিক করলে এখনে আসা পপ মেনু থেকে send to মাউস রাখব। কিছুক্ষনের মধ্যেই কিছু মেনু আসবে। কখান থেকে আপনার CD Writerকে দেখিয়ে দিন। এবার CD ড্রাইভ এ Tempফাইল হিসাবে রয়েছে। এগুলুকে এখুন Write করতে হবে। এ জন্য CD Writer এ ডান বাটন ক্লিক করে “Write These File…..” এ ক্লিক করব। এ বার এখানে আপনার নাম দিন ও নেক্সট বাটন ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে CD Write সম্পন্য হবে। এভাবে আমরা সফটওয়্যার ছাড়া CD Writeকরতে পারি।

No comments:

Post a Comment