Nov 14, 2010

অন্য কেউ লগ-ইন করছে কিনা!


অসচেতনতায় ফেসবুক পাসওয়ার্ড অন্য কেউ জেনে ফেলতে পারে। তবে ফেসবুকের সেটিংস পরিবর্তন করে সহজেই জেনে নেওয়া যায় নিজের ফেসবুকে অন্য কেউ লগ-ইন করছে কি না। এমনটি ঘটে থাকলে অবৈধ ব্যক্তিকে সহজে শনাক্ত করে লগ-আউট ক করা যায়। পাশাপাশি পাসওয়ার্ডও পরিবর্তন করা
যায়। অন্য কেউ লগ-ইন করছে কিনা সেটি জানার জন্য প্রথমে ফেসবুকে লগ-ইন করতে হবে। এবার হোমপেজের ওপরে ডানপাশে ধপপড়ঁহঃ থেকে ধপপড়ঁহঃ ংবঃঃরহমং ক্লিক করতে হবে। নিচে ধপপড়ঁহঃ ংবপঁৎরঃু তে ক্লিক করলে খড়মরহ হড়ঃরভরপধঃরড়হং এর নিচে অন এবং অফ নামে দুটি অপশন পাওয়া যাবে। এবার অন নির্বাচন করে ঝধাব বাটনে ক্লিক করতে হবে। অপরিচিত কোনো আইপি ঠিকানা থেকে লগ-ইন করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারী মেইল পাবেন। মেইলের পরিবর্তে এসএমএসের মাধ্যমেও এ ধরনের নোটিফিকেশন পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য ফেসবুকে মোবাইল নম্বর সক্রিয় করে নিতে হবে।

No comments:

Post a Comment