Jun 22, 2010

যদি “Turn Off Computer” Start Menu তে না থাকে!

প্রথমে বলে রাখি এটা আমার প্রথম টিউন। যদি কোথাও কোন ভূল থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন।

আমি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। অনেক দিন ধরে ভাবছি টিউন করব। কিন্তু জ্ঞানের অভাব এবং অপারগতার কারণে আজ অবধি কোন টিউন করার ক্ষমতা হয়নি। আজ আল্লাহর অশেষ রহমতে ছোট্ট একটা বিষয় নিয়ে টিউন করতে চাই।

বিষয়টি অনেকের জানা থাকতে পারে। কিন্তু আমার মত অজ্ঞ যারা আছে তাদের জন্যই আমার এই টিউন। যাইহোক কাজের কথায় আসি-

যে কারণে ঘটে থাকে

সধারণত এটা ঘটে থাকে গ্রুপ পলিসি অথবা রেজিষ্ট্রি এর Restriction এর কারণে। এই সমস্যাই পড়লে নিম্নোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করুন।

  • রান কমান্ডের সাহায্যে REGEDIT.EXE টাইপ করুন এবং নিম্নের ঠিকানাগুলো অনুসরণ করুন

HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ Explorer

-এবং-

HKEY_LOCAL_MACHINE \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies \ Explorer

  • রাইট প্যান-এ ডাবলক্লিক করে NoClose ভেল্যুতে 0 সেট করুন।
  • উইনডোজ রিস্ট্রাট দিন।

No comments:

Post a Comment