Jun 22, 2010

Ram

বাড়িয়ে নিন আপনার ভার্চুয়াল RAM- কম্পিউটারের গতি বাড়ান ১০০% !!

আশা করি ভাল আছেন। আজকে আপনাদের জন্য ছোট একটা টিপস নিয়ে হাজির হয়েছি। তবে টিপসটি ছোট হলেও কাজ কিন্তু ছোট নয়।

আমরা ইচ্ছা করলে খুব সহজেই ভার্চুয়াল RAM বাড়াতে পারি ফলে কম্পিউটার সিস্টেমের গতি বৃদ্ধি পাবে। তাহলে দেরি কেন? নিজের পদ্ধতি গুলো অনুসরন করুন।

15mbpxe বাড়িয়ে নিন আপনার  ভার্চুয়াল RAM  কম্পিউটারের গতি বাড়ান ১০০% !!  | Techtunes

  1. ‘My Computer’ আইকনে রাইট ক্লিক করুন।
  2. Properties এ যান।
  3. ‘Advanced’ tab এ ক্লিক করুন।
  4. ‘Performance’ এর নিচের ‘Settings’ এ ক্লিক করুন।
  5. pops up উইন্ডো থেকে ‘Advanced এ ক্লিক করুন।
  6. Virtual Memory এর নিচের বাটন Change এ ক্লিক করুন।
  7. Custom Size বাটনে ক্লিক করুন।
  8. এখন আপনার হার্ড ডিস্ক এর জায়গা অনুযায়ি Initial size এ 1000-1500 এবং Maximum size এ 2000-2500 টাইপ করুন।
  9. এখন ‘Set’ বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ!

কম্পিউটার রিস্টার্ট নিন আর পার্থক্য দেখুন।

No comments:

Post a Comment