Jun 22, 2010

PASSWORD PROTECTED PEN DRIVE/CD

খুব সহজে তৈরি করুন PASSWORD PROTECTED PEN DRIVE/CD

আমরা কম বেশি সবাই চাই যে, আমাদের important data গুলো পেন ড্রাইভ অথবা সিডি-তে সেভ থাকুক যাতে করে অন্যরা এদের অপব্যবহার না করে। আর এই জন্য আমারা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের সফটওয়্যার। কিন্তু আমি আজ যে সফটওয়্যার-এর সন্ধান দিচ্ছি তা হল এটি দিয়ে খুব সহজে আপনি PASSWORD PROTECTED PEN DRIVE/CD তৈরি করতে পারবেন। এবং এটির ব্যবহার খুব সহজ কিন্তু আপনাকে ৯৯.৯৯% কাজ দিবে আপনার important data গুলোকে Password protected করতে। আর দেরি না করে দেখিয়ে দিই কিভাবে ?

  • প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন ফ্রিতে। (3.49 MB)
  • ডাউনলোড শেষে এটিকে ইন্সটল করে ওপেন করুন। নিচের মত একটি ছবি আসবে
    emdadblog
  • এখন এইখান থেকে “New volume” -এ ক্লিক করুন এবং ধাপে ধাপে এগিয়ে এই Wizard টি শেষ করুনemdadblog
  • এখন Safehouse explorer থেকে আপনার তৈরি করা “New Volume” টি অপেন করুন। দেখবেন যে এখন আপনাকে PASSWORD দিতে বলবে।
  • এইতো গেল Volume তৈরি করার কাজ। এখন আপনাকে একে পেন ড্রাইভে অথবা সিডিতে নিতে হবে।
  • এই কাজটি করার জন্য আপনি Safehouse explore থেকে Tools >Copy file to memory stick অপশনে যান এবং “Copy programs file” সিলেক্ট করে আপনার HDD-এ সেভ করুন।
  • এখন আপনার সেভ করা Safehouse explore.exe এবং আগের তৈরি করা “New volume সহ আপনার পেন ড্রাইভে কপি করে নিন অথবা সিডিতে Burn করে নিন।

(বিঃদ্রঃ পেন ড্রাইভ অথবা সিডি থেকে প্রথমে SafeHouseExplorer.exe রান করিয়ে এরপর আপনার তৈরি করা “New Volume”টি SafeHouseExplorer.exe দিয়ে অপেন করতে হবে )

No comments:

Post a Comment