Jun 22, 2010

ইউ.এস.বি পোর্ট enable/disabled কিভাবে করেবন।

বিসমিল্লাহ হির রাহমানির রাহিম

আজ আমি একটা ছোট্ট টিপ্স বিষয়ক টিউন করছি। মনে করেন আপনার পিসিতে একটা নতুন ইউজার/আপনার বন্ধু এসেছে, আপনি চান না যে সে আপনার পিসিতে কোন পেনড্রাইভ অথবা কোন বিমুভএবল ডিক্স প্রবেশ করুক। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে, কিভাবে আপনি আপনার পিসির ইউ.এস.বি পোর্ট ডিজেবল ও এনাবল করবেন। তবে আসুন শুরু করা যাক।

ডিজেবল করার নিয়ম:

  1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
  2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
  3. এই ঠিকানায় প্রবেশ করুন:
    HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
  4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
  5. ভ্যালু ডাটা বক্সে 4 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
  6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।

এনাবল করার নিয়ম:

  1. Start মেনু থেকে Run এ ক্লিক করুন।
  2. রান বক্সে regedit টাইপ করে OK করুন।
  3. এই ঠিকানায় প্রবেশ করুন:
    HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
  4. রাইট প্যান থেকে Start এ ডাবল ক্লিক করুন।
  5. ভ্যালু ডাটা বক্সে 3 টাইপ করুন, Hexadecimal এ ক্লিক করুন (যদি এটা সিলেক্ট করা না থাকে), ওকে প্রেস করুন।
  6. কাজ শেষ Registry Editor ক্যানসেল করুন।

No comments:

Post a Comment