Oct 11, 2010
Windows vista কে আনুভব করুন Windows XP তে।
Windows vista এর রয়েছে বড় ধরনের সিস্টেম রিকয়ারমেন্ট কিন্তু যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করেন তারা Windows vista ব্যবহার না করতে পারলে ও তার রুপ অর্থৎ ইন্টারফেস ব্যবহার করতে পারেন উইন্ডোজ এক্সপি তে। এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে একটি সুদৃশ্য Windows vista-transformation- প্যাক। এর সাইজ 29 মেবাগাবাইট। এটি ইন্সটল করলেই হল। তো আজিই ডাউনলোড করুন এই ঠিকানা http://vista-transformation-pack.en.softonic.com/download#pathbar থেকে। আর উপভোগ করুন Windows vista এর চমৎকার ইন্টারফেস।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment