সফটওয়্যার ছাড়াও ফোল্ডরের Password দেয়া যায়। সেজন্য যে ফোল্ডারটির Password দিতে চাই সেই ফোল্ডরের উপর মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করে Sent to অপশনের Compressed (zipped) Folder এ ক্লিক করি। ফলে ফোল্ডারটি Zip Folder এ রুপান্তরিত হবে। এখন এই zip Folder এ মাউস পয়েন্ট রেখে ডান বাটনে ক্লিক করি এবং Open with এর Compressed (zipped) Folder তে ক্লিক করি। এখন নতুন যে উইন্ডোটি আসবে সেখানে যে কোন খালি জায়গায় মাউস পয়েন্ট রেখে ডান মাউসে ক্লিক করে add a password এ ক্লিক করতে হবে এবং password এবং confirm password এ একই password দিয়ে ok করুন। তারপর ফোল্ডার Open করে দেখুন আপনার password হয়ে গেছে।