Oct 11, 2010

স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন করুন আপনার কম্পিউটারের লগঅন স্ক্রিন।

কম্পিউটারের লগঅন স্ক্রিন দেখতে দেখতে আমরা যেন একটা বিরক্তি বোধ করি। একটু ভিন্ন কিছু হলে কেমন হয় এমন একটি সফটওয়ার আছে যেটার সাহায্যে আপনি আপনার ইচ্ছামত কম্পিউটারের লগঅন স্ক্রিন পরিবর্তন করতে পারবেন। সফটওয়ার টির নাম stardock Logon Studio ডাউনলোড করুন এই ঠিকানায় :-http://stardock.cachefly.net/LogonStudio_public.exe

সিস্টেম রিকয়ারমেন্টঃ
১. উইন্ডোজ সেভেন, ভিস্তা অথবা এক্সপি।
২. সর্বনিম্ন স্ক্রিন রেজুলেশন ১০২৪*৭৬৮।
৩. ১০ মেবা. ড্রাইভে ফাকা যায়গা।
৪. ৫১২ মেবা. RAM
৫. .NET ফ্রেমওয়ার্ক ২.০

No comments:

Post a Comment